ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছোট্ট ভাইয়ের সাথে বাইসাইকেল নিয়ে ঝগড়া হওয়ায় অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছে ময়না রানী (১৪) নামে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী।
বুধবার ৬ এপ্রিল রাত ৯টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দফাদার টুলি গ্রামে ঘটনাটি ঘটে।
মৃত ওই কিশোরী ভানোর দফাদার টুলি গ্রামের মৃত কৃষ্ণ রামের মেয়ে।ওই কিশোরী ভানোর ধনীরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
নিহতের পরিবার ও স্হানীয়দের বরাতে জানা যায়, গতকাল বুধবার দুপুরে দুই ভাই- বোনের মধ্যে বাইসাইকেল নিয়ে কথা কাটাকাটি হয়, এতে অভিমান করে রাত আনুমানিক ৯টার দিকে বিষ পানে আত্মহত্যা করেন।
স্হানীয় লোকজন বালিয়াডাঙ্গী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে রাত ৩ টার সময় কিশোরীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মেয়েটি ভাইয়ের সাথে বাইসাইকেলে নিয়ে ঝগড়া হওয়ায় অভিমান করে আত্মহত্যা করে।
পরিবারের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আবদুস সবুর বলেন,ছোট ভাইয়ের সাথে বাইসাইকেল নিয়ে কথা কাটাকাটি হয় এতে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেন ওই কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করা হয়েছে ।
Leave a Reply