কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ-
মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নে জিতেন্দ্র নাথ সেন (৫৩) নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৫ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার বিকাল আনুমানিক ৪টার সময় নিজ বাড়ী রাজাগাঁও (সরকার পাড়া) হতে ডিসকোভার নতুন মোটরসাইকেল চালানো শিখতে বের হলে নিজ বাড়ীর পশ্চিম পাশে কাচা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে তার পরিবারের লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জিতেন্দ্র নাথ সেন (৫৩) রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিন রাজাগাও (সরকার পাড়া) গ্রামের মৃত নয়ন শুখ সেনের ছেলে বলে জানা যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) চিত্ত রঞ্জন রায়।
Leave a Reply