ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ে সনাতনধর্মালম্বীদের শ্রী শ্রী শিব কালী আরধনায় চড়ক পুজা ও কারুশিল্প প্রদর্শনী মেলা /২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়নের ফাড়াবাড়ী হাট সংলগ্ন দক্ষিণ বঠিনা শিব মন্দির প্রাঙ্গণে এ কারুশিল্প প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান দক্ষিণ বঠিনা শিব মন্দিরে প্রাচীন থেকে এইরকম আরধনায় চড়ক পুজা ও কারুশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি তিন বছর পরপর আমরা এই মেলার আয়োজন করে থাকি কিন্তু করোনার কারণে বিগত দুই বছর আমরা শুধু পুজো অর্চনা করেছি মেলা করতে পারি নি।
শ্রী শ্রী শিব কালী আরাধয়ন ও কারুশিল্প প্রদর্শনী মেলার সভাপতি বাবুল চন্দ্র রায় বলেন, এটি একটি ঐতিহ্য বাহী ও প্রাচীন শ্রী শ্রী শিব কালী আরাধনায় ও কারুশিল্প প্রদর্শনী।
গত ১১ বছর ধরে আমরা এই মেলার আয়োজন করতে পারি নি দীর্ঘ ১১ বছর পরে আজকে দিনব্যাপী পুজোর সাথে কারুশিল্প প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এখানে দুরদুরান্ত থেকে ভক্ত বৃন্দ আসছে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি সুন্দর ভাবে আমরা এই কারুশিল্প প্রদর্শনী মেলা অনুষ্ঠিত করতে পেরেছি।
শ্রী শ্রী শিব কালী আরাধনায় ও কারুশিল্প প্রদর্শনী মেলায় বাবুল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।
Leave a Reply