ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁও সদর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর আমন্ত্রণে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ১৩ অক্টোবর আবু তাহের মোঃ সামসুজ্জামান ঠাকুরগাঁও সদর উপজেলায় যোগদান করেন।
২৩ অক্টোবর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
এ সভায় উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক ও ধর্মীয় পরিবেশ, আইন-শৃংখলা পরিস্থিতি, মাদক চোরাচালান, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলন সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে গুরত্বপুর্ণ আলোচনা হয়।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের কর্মরত ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব ও ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাবেক সহ-সভাপতি শাহিন ফেরদৌস সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply