ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান বাজারে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ও আরো একজন গুরুত্বর আহত হয়েছে।
২৯ অক্টোবর (শুক্রবার) সকাল সাড়ে ৯ টায় ৭ নং চিলারং ইউনিয়নের ভেলাজান বাজারে এই দুর্ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় নিহতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার তারাঞ্জুবাড়ী গ্রামের হালিম উদ্দিন এবং ঢেকনাপাড়া গ্রামের বাছির উদ্দিন তবে আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন একটি মোটরসাইকেল অপরদিকে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন আরেকটি মোটরসাইকেল পথিমধ্যে ভেলাজান বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হলে এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় গুরুত্বর আহত আরেক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল ১০টার দিকে তিনিও মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।
Leave a Reply