ডেক্স রিপোর্ট।
ঝালকাঠি জেলা ডিবি পুলিশের চৌকস অফিসার মোঃ হাবিবুর রহমান,সংগীয় ফোর্সসহ ১৭-১০-২০২১ তারিখ বিকাল ১৬.২০ ঘটিকায় ঝালকাঠি থানাধীন পৌরসভা ০১নং ওয়ার্ডস্থ পশ্চিম চাদকাঠি টিএনটি অফিসের পূর্ব পাশে থেকে আটক করা হয়।
মোঃ নুরুজ্জামান আকন(৬০),পিতা-মৃত আঃ আজিজ আকন এর বাড়ির২য় তলা বিল্ডিংয়ের সামনে হইতে আসামী ১) রাহুল মন্ডল(২২), পিতা-রতন মন্ডল, সাং-সিতলাখোলা ০৫নং ওয়ার্ড, থানা ও জেলা-ঝালকাঠি, বর্তমানে মোঃ নুরুজ্জামান এর বাসার ভাড়াটিয়া।
২)মোঃ মুরাদ হাওলাদার(২৮), পিতা-মাহাবুবুর রহমান, সাং-কিস্তাকাঠি, থানা ও জেলা- ঝালকাঠি, বর্তমানে স্টেশন রোড বান্দা গাধা ঝালকাঠি পৌরসভা ০৯নং ওয়ার্ড, থানা ও জেলা-ঝালকাঠি।
৩)মোঃ সম্রাট(২২), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-কাঠিপাড়া, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠিদের ৬০পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
ঝালকাঠি ডিবি ওসি মোহাম্মদ মাইনুদ্দিন, সাংবাদিকদের জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে।
Leave a Reply