তালতলী বরগুনা প্রতিনিধি।
বরগুনার তালতলীতে ৪০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, নিশানবাড়ীয়া ইউনিয়নের অংকুজান পাড়া এলাকার মোঃ মোতাহার পল্লানের ছেলে রফিকুল ইসলাম (২৭)।
উপ-পরিদর্শক দেলোয়ার হোসেনের নেতৃত্বে ও পুলিশ সদস্যদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে রফিকুলের বাড়ির পিছনে মাদক বেচাকেনা করে এমন সময় তার দেহ তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
তালতলী থানার (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply