মল্লিক মোঃ জামাল,তালতলী,বরগুনা প্রতিনিধি।
বরগুনার তালতলীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জহিরুল ফরাজি(২৫) নামের এক লাইনম্যান আহত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারী ) দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত জহিরুল উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের মো.হাফেজ ফরাজির পুত্র।
আহত লাইন ম্যনের সহকারী মো. জুয়েল জানান,দৈনিক হাজিরা ভিত্তিতে তারা বিদ্যুৎএর লাইনের কাজ করেন।প্রতিদিনের ন্যায়,আজও ছোট বগী ইউনিয়নের চরপাড়া গ্রামে লাইন বন্ধরেখে কাজ করছেন সকাল ১০ টা থেকে। এ সময় দুপুরের দিকে হটাৎ বন্ধসংযোগে চালু হলে এ দুর্ঘটনা ঘটে,মুহূর্তে তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসা হয়।
তালতলী হাসপাতালের কর্তাব্যারত চিকিৎসক ডা.সাইদ হাসান সোহাগ জানান, রোগীর শরীর সামনের অংশের বিভিন্ন যায়গা পুড়ে গেছে, এছাড় বাম পায়ের হাটুর মাংস পুড়ে হারে ক্ষত হয়েছে। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
তালতলী পল্লী বিদ্যুৎএর ইনচার্জ মো. রফিকুল ইসলাম খান বলেন, তারা বন্ধ সংযোগে কাজ করতে করতে ভুল বসত চালু সংযোগের কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে। ছেলেটি আমার সন্তানের মত তাই তার সাথে আমি বরিশাল যাচ্ছি।
Leave a Reply