তালতলী(বরগুনা)প্রতিনিধি।
বরগুনার তালতলীতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে, দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতাড়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ নভেম্বর)বেলা১১টায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর তালতলী শাখা কার্যালয় মো. জাকির হোসেনের সঞ্চালনায়,কলাপাড়া এলাকা ব্যাপস্থাপক মো.ইসমাইল শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছোটবগী ইউপি প্যানেল চেয়ারম্যান মো.গোলাম কবির,বিশেষ অতিথি এস আই দেলোয়ার হোসাইন, সংরক্ষিত ইউপি সদস্যা নীনা বেগম। সমাজ সেবক,মোঃ ইউসুফ আলী প্রমুখ।
এসময় কম্বল নিতে আসা কহিনুর বেগম,হনুফা,আঃহক,গোলেনুর বেগম বলেন,শীত দূর করার কোন ব্যবস্থা না থাকার কারণে গত কয়েকদিন ধরে খুব কষ্ট পাচ্ছিলাম। আজ কম্বল পেলাম। এখন আর শীতে কষ্ট হবে না। আমরা কোডেক কে ধন্যবাদ জানাই।
মো.ইসমাইল শেখ বলেন, আমারা অসহায় শীতার্তদের কথা,চিন্তা করে নিজেরা জরিপ করে তাদের বাছাই করে
কম্বল৷ দিয়েছি তারা কম্বল পেয়ে শীতার্ত জনগণ খুব খুশি হয়েছে।
Leave a Reply