আজহারুল ইসলাম সাদী।
দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েও কুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দীতায় অংশ নিচ্ছেন পাঁচবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক।
সোমবার (১নভেম্বর) দুপুরে দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ আছাদুল হক।
দাখিলকৃত মনোনয়ন পত্রে সাবেক চেয়ারম্যান আছাদুল হক ঘোড়া প্রতিক পেতে ইচ্ছাপোষন করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া এবং ১১ নভেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। ১২ নভেম্বর চেয়ারম্যান পদের দলীয় প্রার্থী ব্যাতীত অন্যান্য চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হবে।
Leave a Reply