কলাপাড়া প্রতিনিধি।
আসন্ন ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সৎ শিক্ষিত তরুণ সমাজসেবক কে,এম মেহেদী হাসান প্রিন্স খলিফা। তিনি ধুলাসার ইউনিয়ন বাসীর দ্বারপ্রান্তে গিয়ে কুশল বিনীময় করছেন।
ধুলাসার ইউনিয়নের সাধারন জনগন অনেক দিন পরে যোগ্য প্রার্থী পেয়ে এলাকার ছাত্র সমাজ, যুব সমাজ একতাবদ্ধ হয়ে পাড়া মহল্লায় প্রচার প্রচারনায় মতে উঠেছে।ধুলাসার ইউনিয়ন প্রতিষ্ঠাতা ও বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম কে,এম,খালেকুজ্জামান ( জামান খলিফা) এর স্বপ্ন বাস্তবায়নের জন্য কে,এম,মেহেদী হাসান প্রিন্স খলিফা এলাকার মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
স্থানীয় ভোটার নোয়াব আলী হাওলাদার,হাসন গাজী, বাদল জমাদ্দার,আলী আজগর,নুরুজ্জামান,রহমান হাওলাদার সহ অনেকে বলেন,আমরা সুখে দুঃখে প্রিন্স খলিফাকে কাছে পাই তার জন্য ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য মাঠে কাজ করছি। ১৪ মে শনিবার ধুলাসার,চর চাপলী,গঙ্গামতি,কাউয়ার চর, আশাখালী সহ বিভিন্ন গ্রামে সাধারণ ভোটারদের সাথে দেখা করেছেন।
চেয়ারম্যান পদ প্রার্থী কে,এম,মেহেদী হাসান প্রিন্স খলিফা বলেন, আমার বাবা দীর্ঘ বছর এই ইউনিয়নের মানুষের পাশে থেকে সামাজিক ও উন্নয়ন মুলক কাজ করেছেন। আমি তার সন্তান হিসেবে ধুলাসার ইউনিয়ন বাসীর খেদমত করতে চাই ও বাবার আদর্শ বুকে ধারন করে এলাকাবাসীর দোয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। ধুলাসার ইউনিয়ন বাসীর সাথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।
Leave a Reply