আল আমিন স্বাধীন,স্টাফ রিপোর্টার।
নওগাঁর মান্দার গনেশপু্র ইউনিয়নের গনেশপুর মন্ডলপাড়া গ্রামে মা-ছেলের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
শনিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গনেশপুর মন্ডল পাড়া গ্রামের ময়েন উদ্দিনের স্ত্রী আমিনা বেগম (২২) ও তার ছেলে আমির হামজা (২)।
এ ঘটনায় নিহতের শাশুড়ি এজেদা বেগম(৪৫)কে আটক করেছে পুলিশ। পরে নিহত গৃহবধূর স্বামী ময়েন উদ্দিন ও তার শ্বশুর আবেদ আলী পালাতক।
জানা যায়,গত পাঁচ বছর আগে মান্দা থানার গনেশপুর মন্ডলপাড়া আবেদ আলীর ছেলে ময়েন উদ্দিন এর সঙ্গে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে আমিনা বেগমের বিয়ে হয় তাদের সংসারে দুই বছরের এক ছেলে সন্তান আছে ময়েন উদ্দিন একজন চা দোকানি কিন্তু বিয়ের পর থেকেই আমিনা বেগমের স্বামী শ্বশুর-শাশুড়ি অর্থাৎ পরিবারের সবাই তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করতো। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মা ছেলের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন,ঘটনার পর নিহত গৃহবধূর শাশুড়ি এজেদা বেগমকে আটক করা হয়েছে। রোববার নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা দায়ের করেন মামলার প্রক্রিয়া চলছে মরদেহ তদন্তের জন্য নাম্বার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply