নলছিটি প্রতিনিধি।
ঝালকাঠীর নলছিটি উপজেলার চৌদ্দবুড়িয়ার ঘর মালিক কর্তৃক ভাড়াটিয়ার এ্যালুনিয়াম পাতিল তৈরির ব্যাবসায়িক মেশিন ও যন্ত্রপাতি আটক এর ঘটনা ঘটেছে। সরোজমিনে জানা যায় বরিশাল এর বাকেরগঞ্জ এর ছত্তার হাওলাদার এর ছেলে বাদল হাওলাদার দীর্ঘ্ দিন যাবৎ নলছিটি উপজেলায় চৌদ্দবুড়িয়া ওমর আলী তালুকদার পুত্র জাহাঙ্গীর হোসেন তালুকদার এর বাড়িতে ভাড়াটিয়া হিসাবে এ্যালুমিনিয়াম হাঁড়ি পাতিল তৈরি কারখানা করে জীবিকা নির্বাহ করিয়া আসিতে ছিল। বেশ কিছু দিন পর ব্যাবসায়িক মন্দর কারনে অন্য যায়গায় গিয়ে ব্যাবসা করার উদ্দ্যেগ নেয়। জাহাঙ্গীর হোসেন তালুকদার এর সাথে ভাড়া চুক্তি বাতিল করে মালামাল ও যন্ত্রপাতি অনত্র নিতে চাইলে জাহাঙ্গীর হোসেন ০৬/০৯/২০২১ইং তারিখ ভাড়াটিয়া বাদল হাওলাদারকে খুন যখমের ভয় দেখাইয়া ব্যাবসায় মেশিন ও যন্ত্রপাতিসহ অন্য্ ব্যাবসায় মালামাল আটক করে রেখে দেয়। এই ব্যাপারে সে অনেক অনুনয় বিনয় করেও কোন প্রকার সু-বিচার না পাওয়া ঝালকাঠী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটি এম. পি. মামলা দায়ের করেন যাহার ৪১৫/২০২১ (নলঃ)।
Leave a Reply