নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদ শশীদ এলাকায় বাল্য বিয়ের সংবাদ সংগ্রহের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে দেখে নেয়ার হুমকির সম্মুখীন হন এক সাংবাদিক। বাংলাদেশ জাগো নিউজ প্রতিনিধি তুষার বড়াল এ হুমকির মুখে পড়েন। তিনি জানান, “আমি
শশীদ স্কুলের পাশ থেকে একটি নিউজ করতে যাই তখন সৈকত মজুমদার নামে ওই লোকটি আমাকে বলে তুমি কোথায় যাচ্ছ আমি বলছি আমার কাজে যাচ্ছি সে আমাকে বললো তোমার ঠ্যাং ও হাত পাসহ ভেঙে ফেলব । আমি বলছি কেন সে বলছে তোমাকে যা বলছি তাই শোনো পরবর্তীতে আর কিছু বলবো না । গতকাল বিকেলে আমি এই হুমকির সম্মুখীন হই।” এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে সাংবাদিক তুষার বড়াল জানান।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ প্রেস ইউনিটির বরিশাল অঞ্চলের সমন্বয়কারী রিয়াজ রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযুক্ত সৈকত মজুমদার সাংবাদিকদের জানান, আমার সাথে বাল্য বিবাহ নিয়ে নিউজ করতে আসা সাংবাদিক তুষার বড়ালের সাথে কথা কাটাকাটি হয় কিন্তু আমি কোন হুমকি দেই নাই।
Leave a Reply