আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি।
“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর্থিক প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয়ের অধিনে একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান,জীবন বীমা কর্পোরেশন। (২৫ মে) বুধবার সকাল ১০টাই জীবন বীমা কর্পোরেশন নেত্রকোণা জেলা সেলস অফিস ৩৯ এ ব্যবসায় পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,সভার সভাপতিত্ব করেন নেত্রকোণার সেলস অফিস ৩৯ এর ইনচার্জ আল আমিন।সভাপতিত্বের বক্তব্যে উনি বলেন,মানুষের জীবন,স্বাস্থ্য ও সম্পদের ঝুঁকি আবহমানকালের।
প্রাচীনকাল থেকেই মানুষ ক্ষয়ক্ষতি,দুর্যোগ,দুর্ঘটনা মোকাবিলা করে। ভবিষ্যতে কী ঘটবে,তার নিশ্চয়তা নেই। এ জন্য মানুষ চায় নিরাপত্তা। ঝুঁকি মোকাবিলা ও নিরাপত্তার জন্য ১৩০০ শতক থেকে বীমার প্রচলন শুরু হয়। ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক বীমা শুরু হয় ১৮১৮ সালে। সময়ের বিবর্তন ও জীবনযাপনে নতুন নতুন অনুষঙ্গ যত যুক্ত হয়েছে,বীমার ভঙ্গিতেও এসেছে পরিবর্তন। মোটাদাগে বীমা দুই ধরনের। প্রথমটি জীবন বীমা,দ্বিতীয়টি সাধারণ বীমা।
জীবন বীমাকে ভবিষ্যতের বন্ধু বলা হয়। একই সঙ্গে এটি সঞ্চয়ের সুযোগ সৃষ্টি করে। তাই দুনিয়াজুড়ে দিন দিন জীবন বীমার চাহিদা বাড়ছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রিজিওনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আজিজুল হক, আরো উপস্থিত ছিলেন সকল ডি এম ইনচার্জ ও সকল ডেভেলপমেন্ট অফিসার সহ সকল এজেন্ট বৃন্দ ।
Leave a Reply