রিপন কান্তি গুণ,নেত্রকোনা,বারহাট্টা প্রতিনিধি।
নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দা পাহাড়ি অঞ্চলে শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে কৃষকদের ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে।
আজ (০৮ এপ্রিল) শুক্রবার বিকালে উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন, বড়ুয়াকোনা, নলচাপ্রা, নাজিরপুরসহ বেশ কয়েকটি গ্রামে ৫ থেকে ৭ মিনিটের মতো সময় ধরে এই শিলাবৃষ্টি হয়েছে। এই মুহুর্তে শিলাবৃষ্টিতে রবি শস্য সহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন কৃষকরা। শিলাবৃষ্টিতে কৃষকদের শতাধিক হেক্টর ফসলি জমির ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে জানান স্থানীয়রা।
এর আগে উজানের ঢলে ধনু নদের পানি বেড়ে নদী তীরবর্তী বিস্তীর্ণ ফসলের জমি তলিয়ে গেছে। বেড়িবাঁধ রক্ষায় প্রাণান্তকর চেষ্টা চালিয়েছে স্থানীয় কৃষকরা। তার ওপর এই শিলাবৃষ্টিতে অনেকেই আতঙ্কিত।
তবে নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলী জানান, চার থেকে পাঁচ মিনিটের এই শিলাবৃষ্টি উপজেলার লেঙ্গুরা ও খারনৈ ইউনিয়নের কয়েকটা গ্রামে হলেও ফসলের কোনো ক্ষতি হয়নি।
এদিকে লেঙ্গুরা গ্রামের শহীদুল ইসলাম নামের এক কৃষক জানান, শুধু করলা এবং শশা আবাদ হয়েছিল একশ একর জমিতে। ইতিমধ্যে বিক্রিও শুরু হয়। কিন্তু হঠাৎ এই শিলাবৃষ্টিতে যেগুলো উঠানো হয়নি সেগুলো নষ্ট হওয়া আশংকা করা হচ্ছে।
Leave a Reply