রিপন কান্তি গুণ,নেত্রকোনা,বারহাট্টা প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনে নেত্রকোনায় “চেতনার বাতিঘর” নামে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং প্রথমবারের মতো নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ (১৭ মার্চ) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ভবন চত্বরে এই ম্যুরাল উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
পরে উদ্বোধনী শেষে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান,পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানসহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জন্মদিন ও জাতীয় শিশু দিবসের শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক অর্পণ করেন।
নেত্রকোনা মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলার কৃতি সন্তান পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী,সদস্য সচিব কে এমন ফজলুল হক, বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান খানসহ আরও অনেকেই।
শ্রদ্ধা নিবেদন শেষে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রাসানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান। পরে সুবর্ণজয়ন্তী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
Leave a Reply