নেত্রকোনা জেলা প্রতিনিধি।
অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় সর্ব মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।সাংবাদিক ছাত্র-শিক্ষক রাজনীতিবিধ সর্ব সাধারণের শ্রদ্ধা ও ভালোবাসার আশ্রয়স্থল আটপাড়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা কে,পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পাওয়ায় নির্বাহি অফিসার কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সংগঠন, সুশীল সমাজ শিক্ষক, জনসাধারণ।
এ বিষয়ে আটপাড়া উপজেলার কৃষক লীগের সভাপতি আবদুল হান্নান সাহেব বলেন,আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার,জনাবা মাহফুজা সুলতানা,আমাদের কাছে ছিলেন একজন অত্যন্ত সৎ উৎকৃষ্ট মানের ভালো মানুষ। উনার দক্ষতা,যোগ্যতা আটপাড়া উপজেলার মানুষ উনার প্রতি সন্তুষ্ট। উনি যেখানে যাবেন সবার ভালোবাসা নিয়ে থাকবেন। আমরা আটপাড়া উপজেলা মানুষের উনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে।
উনার পদোন্নতি হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থা আটপাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক,সাংবাদিক মোঃ নাসির আহমেদ বলেন, উনার মতো একজন সৎ যোগ্য ও দক্ষ উপজেলা নির্বাহি অফিসারকে বিদায় দিতে হবে ভেবে কষ্ট পাচ্ছি কিন্তু তবুও তার পদোন্নতিতে আমরা অনেক খুশি হয়েছি। আমরা উনার সার্বিক উন্নতি মঙ্গল কামনা করছি।
প্রসঙ্গত,২০১৮ সালের ২৬ জুন নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মাহফুজা সুলতানা যোগদান করেন। তিনি আটপাড়া ইউএনও হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনেক সুনাম অর্জন করেন। সম্প্রতি তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে পাবনায় বদলি হয়েছেন। এর আগে তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া এবং আটঘরিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply