নিজস্ব প্রতিবেদক :: বরিশালের শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মাসুম খান (২৭) কে গ্রেফতার করেছে র্যাব-৮। শনিবার (১৭ জুলাই) পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুম খান ওধনকাঠী গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ রোববার (১৮ জুলাই) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পিরোজপুরে অভিযান পরিচালনা করে র্যাব-৮। একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে মাদক ব্যবসায়ী মাসুম খান কে গ্রেফতার করেন র্যাবের সদস্যরা। এসময় তার কাছ থেকে নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার পরিমাণ ছিল ১শ গ্রাম।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে পিরোজপুরের সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
Leave a Reply