বাকেরগঞ্জ প্রতিনিধি।
পুলিশের বাঁধা উপেক্ষা করে বাকেরগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে দ্রব্যমুল্যের উর্ধ্বমুখীর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত লিফলেট বিতরণ কর্মসূচি শনিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী উপজেলার কয়েকটি ইউনিয়নে পালিত হয়। এসময় পুলিশ বাঁধা দেয়। পুলিশি বাঁধা উপেক্ষা করে বরিশাল জেলা বিএনপির আহবায়ক এড. মজিবর রহমান নান্টু, সদস্য সচিব এড. আকতার হোসেন মেবুল সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ চরামদ্দি ইউনিয়নের মিয়া বাড়ি বাজারে, দুধল ইউনিয়নে গোমা বাজারে, গারুরিয়া ইউনিয়নের রবিপুর, গারুড়িয়া বাজার, ডিংগারহাট বাজার,কবাই ইইনিয়নের পেয়ারপুর বাজারে লিফলেট বিতরণ করেন। বাকেরগঞ্জ উপজেলা বিএনপি নেতা হারুন সিকদারের নেতৃত্বে উপজেলা বিএনপি এ কমসূচি পালন করেন। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা রুহুল আমিন জোমাদ্দার, পৌর বিএনপি নেতা মোফাজ্জেল জোমাদ্দার, এড. মজিবর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মোল্লা সবুজ প্রমূখ।
Leave a Reply