নিজস্ব প্রতিবেদক।
ঝালকাঠি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কে এম হুমায়ুন কবিরকে ঝালকাঠি কোর্টে বদলি করা হয়েছে। এ উপলক্ষে ১২ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ফাঁড়ির হলরুমে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন ফাঁড়িতে যোগদানকৃত ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহিদুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সদর সার্কেল প্রশান্ত কুমার দে । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি আই ওয়ান মোঃ আমজাদ হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন (ইন্সপেক্টর কন্ট্রোল) মোঃ আশরাফুল ইসলাম অফিসার ইনচার্জ ওসি ডিবি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ খলিলুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআই মোঃ আনিসুর রহমান, এটিএসআই মিজানুর রহমান, এটিএসআই আমিনুল ইসলাম, কনস্টেবল মোঃ আব্দুল মালেক প্রমুখ। বিদায়ী অতিথিকে ক্রেষ্ট দিয়ে বিদায় জানানো হয় ও সদ্য যোগদান কারীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল। পরে সকলকে বিভিন্ন ধরনের শীতের পিঠা দিয়ে আপ্যায়ন করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Leave a Reply