নিজস্ব প্রতিবেদক।
পূর্ব শত্রুতার জের ধরে মোবাইল ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজীকে কুপিয়ে হত্যা করেছে অভিযোগ উঠেছে । বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের কালিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের গজারিয়া ছেংগার চরের ষাটনল এলাকায় ঢাকার যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যাবসায়ী উজ্জ্বল মিয়াজী ঈদ পুর্নমিলনির অনুষ্ঠানে যোগ দিতে নিজ গ্রামে যায়। রাতে অনুষ্ঠান স্থল পরিদর্শন করতে গেলে চিন্হিত নৌ ডাকাত অজ্ঞাত ২০/২৫ জন মিলে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনি এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে উজ্জ্বল মিয়াজিকে হত্যা করে।
হত্যা কান্ডের খরব পেয়ে মতলব উওর থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
উজ্জ্বল মিয়াজীকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোক জন অভিযোগ করে বলেন,নিজ গ্রামে যায়।রাতে অনুষ্ঠান স্থল পরিদর্শন করতে গেলে চিন্হিত নৌ ডাকাত কবির খালাশি,জজ মিয়া খালাশি,নাহিদ খালাশি,তুশার খালাশি,বাবলা ডাকাত,উজ্জল খালাশি,মমিন মিজি,ইকবাল মিজি,শফি মিজি,বাদশা ডাকাত,সহ অজ্ঞাত ২০/২৫ জন মিলে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনি এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে উজ্জ্বল মিয়াজিকে হত্যা করে।
তারা আরো অভিযোগ করে বলেন,পরিকল্পনা ভাবে তাকে খুন করেছে তাই হামলাকারীদের আইনের আওতায় এনে ফাসি দাবি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা রবিন জানান নৌ ডাকাত কবির খালাশি, জজ মিয়া খালাশি গংদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চাদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।
মতলব উওর থানা ওসি জানান, ঘটনা তদন্ত চলছে তদন্ত শেষ অপরাধী বিরুদ্ধে ব্যবস্থতা নেওয়া হবে।
Leave a Reply