ডেক্স রিপোর্ট।
উমুক ক্লাব, স্বচ্ছ ক্লাব,টাউটার বাটপারের ক্লাব হরেকরকম সংগঠন আর হরেক রকমের চিটারি বাটপারি আরাল করতেই এত আয়োজন। প্রকৃত পক্ষে একটি সুসংগঠিত নিরপেক্ষ প্রেসক্লাব না থাকাতেই ব্যাঙের ছাতার মতো এসব সংগঠনের জন্ম হয়েছে। আমি প্রেসক্লাব নিয়ে যখনই কথা বলি তখনই আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হয়। আমিতো প্রেসক্লাবের কোন পথ চাইনি শুধু সাংবাদিকদের কল্যাণে নির্বাচিত একটি প্রেস ক্লাব গঠন করা হোক। যত ষড়যন্ত্রই হোক না কেন এবার দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। একজন রাষ্ট্রবিরোধীর হাতে সাংবাদিকদের ভাগ্য বন্দী হয়ে থাকতে পারে না। আমি কানকিরহাট ঠোডায় থেকে আসিনি পৌর এলাকায় আমার বাসস্থান পূর্বপুরুষদের জন্মস্থান। আমাকে হুংকার দিয়ে লাভ নেই! তোর হুঙ্কারের কন্ঠ ছিড়ে দেবো। তোর আমলনামা এবার অনেক ভারী হয়ে গেছে শীঘ্রই আসল চরিত্র বেরিয়ে আসবে।
Leave a Reply