হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধি ঃ-
গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)সন্ধ্যায় বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেনের নির্দেশে কাহালু থানার এস আই মুকুল চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার পশ্চিম জিন্নাপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আসাদ আলীর বাড়ির পূর্ব কোনে নদীর পাড়ে ফাঁকা জায়গা থেকে ৭ জুয়াড়িকে গ্রেফতার এবং ব্যবহৃত তাস ১০৪টি,৮৭০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, ১। মোঃ জলিল (মকো) (৪৮), পিতা মৃত জয়েন উদ্দিন, সাং- ঝিগ্রাইল, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা।০২। মোঃ শাহ আলম(৫৫), পিতা মৃত মছির উদ্দিন, সাং- জামালপুর, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা। ০৩। মোঃ রফিকুল ইসলাম(৩৫), পিতা মোঃ ইব্রাহিম মন্ডল, সাং- তেলিহার, থানা- কালাই, জেলা- জয়পুরহাট। ০৪। মোঃ রফিকুল ইসলাম (৬২), পিতা মৃত অজেম উদ্দিন, সাং- মাত্রাই, থানা- কালাই, জেলা- জয়পুরহাট। ০৫। মোঃ মাজেদুর রহমান (৫৫), পিতা মোঃ মফিজ উদ্দিন, সাং- কাটপাড়া,থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া। ০৬। মোঃ নুরুল ইসলাম খান(৫৫),পিতা মৃত অহির উদ্দিন খান, সাং- পগুইল, থানা- কাহালু, জেলা- বগুড়া। ০৭। মোঃ ফজলুর রহমান(৪৫) পিতা মৃত কাজেম আলী,সাং- দেবগ্রাম মধ্যপাড়া, থানা- কাহালু,জেলা- বগুড়া।এবিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, কাহালুকে সন্ত্রাস, মাদক,জুয়া মুক্ত রাখতে কাহালু থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে শুএুবার সকালে আদালতে প্রেরন করা হবে।
Leave a Reply