হারুনুর রশিদ কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
গত ৯ আগষ্ট সোমবার বিকালে বগুড়ার কাহালু পাইকড় ইউনিয়নে পাইকড় হিন্দুপাড়া মাঠে মরিচ লাগানোর সময় সন্ধ্যার আগে বজ্রপাতে পিতা-পুত্র মারা গেছেন।মৃত্যু ব্যক্তিরা হলো পাইকড় হিন্দুপাড়ার চন্ডি চন্দ্রের পুত্র গুপিচন্দ্র(৩২) এবং তার পুত্র মিলন চন্দ্র(১০)।পাইকড় ইউপি চেয়ারম্যান মিঠু চৌধুরী মৃত্যর খবরটি নিশ্চিত করেছেন।
Leave a Reply