হারুনুর রশিদ কাহালু (বগুড়া) প্রতিনিধি ঃ-
গত ১০ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার আড়োলা দক্ষিণপাড়ায় পিতার বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবনে স্বামী পরিত্যক্তা শিউলী খাতুন (২২) নামের এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। পরে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিউলী আড়োলা দক্ষিণপাড়ার আজাহার আলীর কন্যা।সেখানকার ফুলচাঁন, স্থানীয় ইউপি মেম্বার আজমল জানান, শিউলী স্বামী পরিত্যক্তা তার পাঁচ বছরের শিশুপুত্র শাকিলকে নিয়ে পিতার বাড়িতে ছিলেন। সেখানে স্বজনদের নানা গঞ্জনায় সে মনের দুঃখে আত্মহত্যা করেন।কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, বিষয়টি আমাকে জানিয়েছে। তবে লাশ শজিমেক হাসপাতালে থাকায়, এই বিষয়ে সিদ্ধান্ত নিবে বগুড়া সদর থানা।
Leave a Reply