কনিকা আক্তার,শ্রীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে বিষপানে এক নারী আত্মহত্যা করেছেন। বন বিভাগের কর্মীদের সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা।
নিহত হাসিনা আক্তার (৩৪) গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের কর্ণপুর চৌরাস্তা এলাকার তৌকির আহমেদ বাবুর স্ত্রী।
নিহতের পরিবার জানায় বন বিভাগের অল্প একটু জায়গার মধ্যে ঘর করে থাকেন তাঁরা। বাড়ির আশপাশ জুড়ে গাছ রোপন করে বনবিভাগ। এরমধ্যে শ্রীপুর বিট অফিসের গার্ড আশরাফ তাদেরকে বাগানের স্থানে চলাচল নিষিদ্ধ করেন। এতে বাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। গত তিনদিন ধরে এ ঘটনায় মানসিক চাপে ছিলেন হাসিনা আক্তার। পরে রোববার দুপুরের দিকে বিষপান করলে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানেই মারা যান তিনি।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার সময়ই রোগীর অবস্থা আশংকাজনক ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান তিনি।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা রানা দেবের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply