ইত্তিজা হাসান,জেলা প্রতিনিধি বরগুনা।
বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের ২নং ওয়ার্ড খেজুরতলা গ্রামের মোঃ রাজিব আকন এর বাড়ি থেকে সরকারি পল্টনের মালামাল জব্দ করেছে বরগুনা থানা পুলিশ
আজ ১১ ই ফেব্রুয়ারি সকাল ১১:৩০ টায় সদর উপজেলার খেজুরতলা গ্রামের মোঃ রাজিব খানের বাড়ি হতে এ মালামাল জব্দ হয়। বাড়ীর মালিক রাজিব আকন বলেন আমার এই বাড়িতে দুজন ভাড়াটিয়া থাকেন, কে বা কাহারা আমার বাসার সামনে ফেরী বা লঞ্চের পল্টনের মালামাল রেখে গিয়েছে সেটা আমি জানি না,তবে তুহিন খান নামে একজন ভাঙ্গারির ব্যবসা করে তাকে সকালে এই মালামাল গুলো আনতে দেখিয়েছি। বরগুনা সদর থানা থেকে পুলিশ প্রশাসন আসার পর তুহিন খান কে পাওয়া যায়নি। বরগুনা থানা কর্তৃক জব্দকৃত সরকারি মালামাল সম্পর্কে এসআই সাইফুল ইসলাম বলেন, মালামালগুলো এখানে পাওয়া গিয়েছে তবে কোথায় থেকে এসেছে কারা এনেছেন সে ব্যাপারে তদন্ত সাপেক্ষে বলা যাবে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুহিন খান নামের একজন ভাঙ্গারী ব্যবসায়ী মালামালগুলো এনে এখানে ব্যবসার জন্য রেখেছেন।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন মালামাল জব্দ করা হয়েছে তদন্তসাপেক্ষে দোষীদের এনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply