মোঃ আনোয়ারুল ইসলাম,বরগুনা।
বরগুনার তালতলীতে নির্বাচনী প্রচারণা নিয়ে গত ০৪/০৬/২০২২ রোজ শনিবার আনুমানিক বিকেল পাঁচটার সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ সুলতান ফরাজীর নৌকা মার্কার সমর্থকদের সঙ্গে সতন্ত্র প্রার্থী ফরাজী ইউনুস এর আনারস মার্কার সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত নৌকা মার্কার সমর্থকরা আনারস মার্কার সমর্থকদের উপর এলোপাথাড়ি হামলা চালায়। এ সহিংসতায় প্রায় ২০জনের অধিক আহত হয়েছেন। আহতদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়, দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে দশজন বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
Leave a Reply