ইত্তিজা হাসান মনির,জেলা প্রতিনিধি বরগুনা।
আইফিক্স ফার্স্ট পরিবেশিত, লায়নিক মিউজিক এর ব্যানারে “কইলজা পুইড়া ছাই” শিরোনামে মুক্তি পেলো বরগুনার ব্যান্ড তারকা দিপু রায়হান এর নতুন মিউজিক ভিডিও।
রনক ইমরান এর কথা ও এ আর রাব্বীর সুরে
সদ্য মুক্তিপ্রাপ্ত “কইলজা পুইড়া ছাই” গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাজ হৃদয়।
এ গানটির সিনেমাটিক কাহিনীতে মুসলিম হিন্দু প্রেমিক যুগলের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া, অতপর সামাজিক কুদৃষ্টির প্রভাবে ভালোবাসার ভাঙ্গনে ২টি জীবন নষ্টের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। যাতে অভিনয় করেছেন জাহিদ ও রোমাই নোভিয়া এবং ব্যান্ড তারকা দীপু রায়হান।
এছাড়াও এ গানের সিনেমাটিক দৃশ্যের পরিচালনা করেছেন অণুশ। চিত্রগ্রহন করেছেন রাজিব হাসান এবং সম্পাদনা ও রং বিন্যাস করেছেন সিমিত রায় অন্তর।
২এপ্রিল শনিবার Lionic Music নামক ইউটিউব চ্যানেলে “কইলজা পুইড়া ছাই” শিরোনামে মুক্তিপ্রাপ্ত গানটি চাইলে আপনিও দেখতে পারেন।
Very nice write-up. I definitely appreciate this site. Thanks!