ইত্তিজা হাসান মনির,জেলা প্রতিনিধি বরগুনা।
প্রতিবছরের ন্যায় বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে মোট ১৯ জন প্রার্থী জেলা বারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
সভাপতি পদে অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার পিপি বরগুনা এবং মোঃ নজরুল ইসলাম সিকদার মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সেলিনা আক্তার ও মোঃ সিদ্দিকুর রহমান পান্না নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি অন্য প্রার্থী মাহবুবুর রহমান মোল্লা গ্রহণ করেছেন । এছাড়াও সদস্য পদে সাইফুল ইসলাম অসীম, অ্যাডভোকেট জাকির খান বশির খান অংশগ্রহণ করেছেন এডভোকেট মোঃ কবির হোসেন। গ্রন্থাগার পদে অ্যাডভোকেট সাইফুর রহমান সোহাগ মোল্লা অংশগ্রহণ করেছেন। যুগ্ন সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট মোস্তফা কাদের অন্য আরেক প্রার্থী অ্যাডভোকেট জাফর ইকবাল রয়েছেন। সকাল ৯:০০ টা থেকে বিকাল৩:০০ টা পর্যন্ত ভোট চলবে অধীর আগ্রহে ২৬৪ জন ভোটার ভোট প্রয়োগ করতে যাচ্ছেন অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং মনোরম পরিবেশে ভোট এর কার্যক্রম চলছে এ পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। অংশগ্রহণকারী সকল প্রার্থী নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply