নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ২ ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। লেবুখালি ফেরিঘাট থেকে যাত্রীবোঝাই করে একটি ট্রলি বরিশালের উদ্দেশে রওনা হয়ে গেলে পথিমথ্যে অপর একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়। শনিবার দুপুরে উপজেলার গোলদার বাড়ি এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
নিহত ব্যক্তি সুমন হাওলাদার (২৫) ট্রলিচালক ছিলেন। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল হাওলাদারের পুত্র।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, ট্রলি চালক সুমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসা গ্রহণের পর তার মৃত্যু হয়েছে।
Leave a Reply