নিজস্ব প্রতিবেদক ঃ-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৮ আগষস্ট) বিকাল ৫.৩০মিনিটে নগরীর কালিবাড়ি রোডস্থ সিটি মেয়রের বাস ভবনে এই কর্মসূচি পালন করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শেখ ফজিলাতুন্নেছা ছিলেন বঙ্গবন্ধুর যোগ্য সহধর্মীনি। তার উৎসাহ এবং অনুপ্রেরণায় বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির জনকের জীবনের নানা চড়াই উতরাইয়ের সময় সংসার আগলে রেখেছেন এবং বঙ্গবন্ধুর কাজে উৎসাহ দিয়েছেন তিনি।
কিন্তু পনেরই আগষ্টে ঘাতকরা বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুরন্নেছাকেও হত্যা করে। যে বেদনা আমাদের আজো কাদায়। পরে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply