নিজস্ব প্রতিবেদক :: মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ( বরিশাল সদর উপজেলার চরমোনাই গিলাতলী ) আশ্রয়ণ প্রকল্প – ২ এর ১৮৪ পরিবারের কন্ঠ ভোটে একতা কমিটি ঘোষনা করা হয়েছে। গত৩০শে জুলাই রাত ৮টার সময় আশ্রয়ণ প্রকল্প -২ এর উপস্থিত বাসিন্দাদের মধ্যে দিয়ে কন্ঠ ভোটে আলম মৃধাকে সভাপতি ও আল আমিন গাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আশ্রয়ণ প্রকল্প-২ একতা কমিটির পূর্ণাঙ্গ নির্বাচিত সদস্য হয়েছেন যারা।
১/ সভাপতি, আলম মৃধা
২/সাধারণ সম্পাদক, আল আমিন গাজীকে
৩/ সিনিয়র সহ-সভাপতি, খন্দকার জাকির
৪/ সহ-সভাপতি, সেলিম নেগাবান
৫/ সহ-সাধারন সম্পাদক, সুব্রত কর্মকার
৬/ সাংগঠনিক সম্পাদক, খোরশেদ আলম
৭/ সহ -সাংগঠনিক সম্পাদক, কামরুল ইসলাম
৮/ কোষাধ্যক্ষ, সুভাস চন্দ্র শিল
৯/ প্রচার সম্পাদক, কামাল
১০/সহ-প্রচার সম্পাদক, দুলাল হাওলাদার
১১/ দপ্তর সম্পাদক, মোঃ ইলিয়াস
১২/ সহ-দপ্তর সম্পাদক, বাচ্চু হাওলাদার,
১৩/ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বেলাল রাঢ়ী
১৪/ সহ-সাংস্কৃতিক সম্পাদক, মহিন খাঁ
১৫/ ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ খলিল
১৬/ ক্রীড়া সম্পাদক, সিরাজ হাং
১৭/ সহ-ক্রীড়া সম্পাদক, সুমন রাজ
১৮/ সদস্য, মোতালেব হাওলাদার
১৯/ সদস্য , বাবলু রাঢ়ী
২০/ সদস্য, মনির ভূইয়া
২১/ সদস্য, মিলন ফকির
২২/ সদস্য, রনজিৎ চন্দ্র শীল
২৩/ সদস্য, কাশেম হাওলাদার
২৪/ সদস্য, সাইফুল ইসলাম
২৫/ মহিলা বিষয়ক সম্পাদিকা, ইভা জাকির
২৬/ সহ-সম্পাদিকা, শেফালী রানী
২৭/সহ-সম্পাদিকা, মুক্তা বেগম
২৮/সহ-সম্পাদিকা, পাখি বেগম
২৯/সহ-সম্পাদিকা, মোর্শেদা বেগম
৩০/ সহ-সম্পাদিকা, মুন্নি বেগম
৩১/ সহ-সম্পাদিকা, মর্জিনা বেগম
এ সময় কমিটির সাধারণ সম্পাদক আল আমিন গাজী বলেন, আশ্রয়ণ প্রকল্পে সকলে শান্তিপূর্ণ ভাবে সবাই একটি পরিবার হয়ে বসবাস করতে হবে। এখানে কোন মাদক ব্যবসা চলবে না। সবাই কাধে কাধ মিলিয়ে এক সাথে চলবো এবং এই কমিটির নিয়মকানুন সকলে মেনে চলবো। কারো প্রতি হিংসা বিবেদে কারো সাথে জড়ানো যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার পেয়ে আমরা সকলেই খুশি এবং এই জমির মালিক আমরা সবাই । তাই এই আশ্রয়ণ প্রকল্প শান্তিপূর্ণ রাখা আমাদের দায়িত্ব।
সভাপতি আলম বলেন, আমরা সকলে মিলে একটি পরিবার। কেউ কারো সাথে ঝামেলায় জড়াবো না। সবাই মিলেমিশে চলবো এবং এই কমিটির নিয়মকানুন মেনে সকলে চলবো। আমরা এমন কোন কাজ করবাে না যাতে আশ্রয়ণ প্রকল্পে বা ডিসি স্যার, ইউএনও স্যার সহ সকল কর্মকর্তাদের বদনাম হয়। এই বিষয় গুলো সকলে মাথায় রেখে চলবেন।
Leave a Reply