নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের বৈরাগীবাড়ি পোল এলাকা থেকে গাঁজাসহ ২ জনকে আটক করেছে বন্দর থানা পুলিশ। বন্দর থানার চৌকোস উপ-পুলিশ পরির্দশক (এস আই) সজল সাহা ও এস আই নাইম পোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
স্থাণীয় সূত্র জানা গেছে, বরিশাল সদর উপজেলার ৮ নং চাঁদপুরা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ফারুক আলম খান লিটনের ভাইয়ের ছেলে রাফিল ও সুজনকে আটক করে বন্দর থানা পুলিশ।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে চাঁদপুরা গ্রামের মেম্বর প্রার্থী কামরুল ইসলামেরও ভাইয়ের ছেলে রাফিল। পুলিশ সূত্রে জানা গেছে রাফিল দীর্ঘ দিন যাবৎ গাঁজা বিক্রি করে আসছে।
তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বৈরাগীবাড়ি পোল এলাকা থেকে আটক করা হয়। আটকৃত রাফিল চাঁদপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামের মেম্বর প্রার্থী কামরুল ইসলাম খানের চাচতো ভাই নজরুল ইসলাম (পোটল) খানের ছেলে ও সুজন চন্দ্র শীল একই এলাকার সুখরঞ্জন শীলের ছেলে।
আটককৃতদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। এঘটনায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের বন্দর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে এস আই নাইম বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং তাদের আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অচিরেই শুদ্ধি অভিযান চালানো হবে।
Leave a Reply