থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩০ জুলাই) নগরীর ২১নং ওয়ার্ডস্থ ধোপা বাড়ির মোড় থেকে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কাজী মনিরের ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি ৩১ জুলাই রাতে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পর থেকেই কোতোয়ালি মডেল থানার একটি চৌকস টিম নগরীর বিভিন্ন স্পটে চিরুনী অভিযান পরিচালনা করে। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় গতকাল রবিবার (১ আগস্ট) সন্ধ্যার পর এয়ারপোর্ট থানাধীন ২৮ নং ওয়ার্ডস্থ কুদঘাটা থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করেন তারা।
এ সময় নগরীর আলেকান্দা কাজীপাড়ার মোঃ আলমগীর হোসেন ও তাসলিমা বেগম এর ছেলে মৃদুল হাসান (২২) কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply