নিজস্ব প্রতিবেদক >> বরিশাল শ্রমিকদের বাস ধর্মঘটে ব্যবহৃত ব্যারিকেড সরানো নিয়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ জুলাই) দুপুর ১ টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে এ ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য সহ তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকদের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে শুক্রবার দুপুর ১২ টার দিকে নগরীর নথুল্লঅবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত কনস্টেবল ফারুক হোসেন ১ টার দিকে বাস ধর্মঘটে ব্যবহৃত ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। এই নিয়ে শ্রমিকদের সাথে ফারুক সহ কয়েকজন পুলিশ সদস্যর সাথে শ্রমিকদের হাতাহাতি হয়। পরে পুলিশ সদস্যরা জুয়েল নামে এক শ্রমিককে মারধর করলে সংঘর্ষ বাঁধে এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশ সদস্য ফারুক, বাস শ্রমিক জুয়েল ও রাহাত আহত হয়। কিছুক্ষণ পর বিক্ষুদ্ধ শ্রমিকদের শান্ত করে শ্রমিক নেতারা।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, পুলিশের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে উল্ল্যেখ করার মতো কিছু হয়নি।
Leave a Reply