নিজস্ব প্রতিবেদক:: দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা শেষে সরকার ৮ দিনের জন্য বিধি-নিষেধ শিথিল করেন তবে মানতে হবে স্বাস্থ্য বিধি।
সরকারের নির্দেশ বাস্তবায়ন করতে গতকাল শনিবার দিনব্যাপী বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে ও বাজার মনিটরিং এর অংশ হিসবে বরিশাল জেলা ও মহানগরীতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে ৪ টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ২৩ হাজার ৩ শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে নগরীতে ২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ১৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি বরিশাল জেলার উপজেলায় অভিযান পরিচালনা করেন ৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ৭ হাজার ৮ শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply