নিজস্ব প্রতিবেদক।
দেশের জন্য জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে সোলনা মাধ্যমিক বিদ্যালয় কতৃপক্ষ। শনিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সোলনা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আহমেদ শাহরিয়ার বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আমজাদ হোসেনের সহধর্মিণী সেলিনা আজাদ। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক সরদার,বীর মুক্তিযোদ্ধা আবদুর রব হাওলাদার। আরও উপস্থিত ছিলেন শোলনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গৌতম কুমার সমাদ্দার,সমাজ সেবক মোঃ এনায়েত হোসেন দুয়ারী, মজনু মোল্লা প্রধান শিক্ষক জুনিয়ার মাধ্যমিক বিদ্যালয়, অসিম কৃষ্ণ ঘোস সিনিয়র শিক্ষক ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। মোঃ শাহাদাত হোসেন সহকারী প্রধান শিক্ষক সোলনা মাধ্যমিক বিদ্যালয়,নির্মল চন্দ্র রায় সিনিয়র শিক্ষক,মোঃ মনিরুজ্জামান সিনিয়র শিক্ষক,মোঃ উলিউল্লাহ সিনিয়র শিক্ষক সোলনা মাধ্যমিক বিদ্যালয়, মানবাধিকার কর্মী জসিম গাজি। বক্তরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এর পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭১ এর সকল যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।এছাড়া অদ্য বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর রাজ্জাক এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Leave a Reply