শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়া বাইশারী ইউনিয়নের কচুয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বরিশাল জেলা ডিবি পুলিশের চৌকস টিমের অভিযানে বাইশারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বর মোঃ ফরিদ হাওলাদারের ছেলে মোঃ রাজু হাওলাদারকে (৩৫) ৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে বরিশাল জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।
২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টা ৫০ মিনিটের সময় আসামী রাজুর বাসার উত্তর পাশের বারান্দার খাটের নিজ থেকে এ গাঁজার চালান উদ্ধার করা হয়েছে।
বরিশাল জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ- পরিদর্শক(এস আই) বেলায়েত হোসেন এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) শাহাদাত হোসেন, সুদক্ষ ফোর্স মশিউর রহমান, মোঃ বাপ্পি ও আউয়াল হোসেন এ অভিযান পরিচালনা অংশগ্রহণ করে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী রাজুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।মাদক ব্যবসায়ী রাজুকে ডিবি’র উপ-পরিদর্শক(এস আই) বেলায়েত হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ওই দিন রাতেই বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।
পরে তাকে ওই রাতেই জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল জেলা ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।২২ অক্টোবর তাকে বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ডিবি সুত্রে জানা যায় মাদকের এ বড় চালান বানারীপাড়ার মাদক জগতের সম্রাট বিশিষ্ট মাদক ব্যবসায়ী সোহেল ওরফে (ল্যাংড়া সোহেলের)মাল।রাজু হাওলাদার এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বরিশাল ডিবি পুলিশের উপ- পরিদর্শক( এস আই) বেলায়েত হোসেন বলেন, বানারীপাড়া উপজেলায় মাদক বিরোধী অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।সর্বনাশা মাদক সমাজ ও পরিবার ধ্বংস করতেছে এদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
Leave a Reply