নিজস্ব প্রতিবেদক ঃ-
বরিশাল হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত দুই বস্তা সরকারি চালসহ মোশারফ আলী সর্দার (৫৮) নামের এক মুদি দোকানিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর ১০নং ওয়ার্ড ভাটারখাল এলএসডি ঘাট এলাকা থেকে এ চাল উদ্ধার করা হয়। তবে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল কিভাবে এখানে এসেছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের জন্য ১০ কেজি করে দেয়া প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৩০ কেজির দুই বস্তা চাল বিক্রির জন্য ভাটারখাল এলাকার মৃত কুজ্জত আলীর পুত্র মুদি দোকানী মোশারফ তার বাসায় রাখেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে সরকারি দুই বস্তা চাল জব্দ করেন এবং এ অপরাধে জড়িত থাকায় মোশারফ আলী সর্দারকে আটক করেন।
স্থানীয় বিশ্বস্ত একটি সূত্র জানায়, নগরীর ভাটারখাল এলাকার মৃত মাজেদ আলী বেপারীর পুত্র আলমগীর সর্দার (৫৫), দিদারুল আলমের পুত্র রানা (৩৫) এবং ইয়াকুব আলীর পুত্র কালু (২৫) সরকারি চাল চুরি করে এনে আটককৃত মুদী দোকানী মোশারফ আলীকে দিয়ে তা বিক্রির চেষ্টা করে।
ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, চালের বস্তা দুটি মোশারফের বাসায় কিভাবে আসল তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়ায় যায়নি।
তবে মোশারফ দাবি করছে, তার বাসার পেছনে কেউ চালগুলো রেখে গেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মোশারফকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply