নিজস্ব প্রতিবেদক।
নকল জুতা বিক্রয় করা,মুরগি, গরুর মাংস ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি করার অপরাধে বরিশাল নগরীর বিভিন্ন স্থানের ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল নগরীর চৌমাথা বাজার, নথুল্লাবাদ মাদ্রাসা বাজার এবং হাসপাতাল রোড এলাকায়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, হাসপাতাল রোড এলাকার জুতার দোকানে Hush Puppies ও addidas সহ বিভিন্ন বিদেশি ব্রান্ডের নকল জুতা বিক্রয় করা, মুরগি, গরুর মাংস ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply