ডেক্স রিপোর্ট ঃ-
বরিশাল সদর উপজেলা ৭নং টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে দুইটি জামে মসজিদে পানির ট্যাংকিসহ ২০ হাজার টাকা অনুদান প্রধান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু।
আজ রোজ শুক্রবার (৮ অক্টোবর) টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের নেহালগঞ্জ ফেরি ঘাট জামে মসজিদ ২০ হাজার টাকা এবং একই ওয়ার্ডের কাজী বাড়ি জামে মসজিদে পানির ট্যাংকি নিজ তহবিল থেকে প্রধান করেন মধু।
জুম্মর নামাজের সময় মধু বলেন, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহকে স্বাক্ষী রেখে বলেছি জীবনে টিআর, কাবিখা এবং পানির কল বাবদ কোন টাকা নিব না যদি নিয়ে থাকি ওই টাকা খাওয়ার আগে যেনও মৃত্যু হয়।
তিনি বলেন, আমি ভাইস চেয়ারম্যান থাকা কালিন যতোগুলো পানির কল পেয়েছি বেশিভাগ কল মসজিদ মাদরাসায় দিয়েছি কিছু মাত্র পাবলিকে দিয়েছি। টিআর, কাবিখার বাবদ যাহা পেয়েছি মসজিদ মাদরাসায় নিম্মতম ২০ হাজার টাকা করে দিয়েছি।
এছাড়া সমাজের সবাইকে আমার পক্ষ থেকে সালাম প্রধান করেছি তাহাতে আমি পেয়েছি ৯০ সবাই পাইছে ১০ নেকি।
জুম্মায় উপস্তিত মসুল্লীদের কাছে,প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের সবাইর জন্য দোয়া চেয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মধু।
Leave a Reply