দানিসুর রহমান লিমন।
বরিশালের বাকেরগঞ্জের কৃতি সন্তান গাজী শহীদুজ্জামান মিন্টু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সহ-গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি পদে মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল নির্বাচিত মনোনীত হয়েছেন।
সুত্র জানায়,নবগঠিত কমিটির সহ-গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী শহীদুজ্জামান মিন্টুর বাড়ি বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে।
গাজী শহীদুজ্জামান মিন্টু সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে তিনি দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply