বাকেরগঞ্জ প্রতিনিধি >>
বাকেরগঞ্জের ভাতশালায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একজন বৃদ্ধকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় মোঃ শামসুল হক (৬৬) বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের মোঃ শামসুল হক পূর্ব ভাতশালা মৌজায় জেএল ১৩৩ এর এস এ খতিয়ান নং-১৪৫৯, দাগ নং-৪০১৫, ৪০১৬ এ ২-৪০ শতাংশ জমি পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করছেন। গত ৯ আগষ্ট রাত ১০ টার সময় ভাতশালা চৌরাস্তার মধ্যে বসে একই এলাকার ভূমিদস্যু জামাল গাজী, ইউসুফ গাজী, ফিরোজ গাজী, সিরাজ গাজী, কলম্বর গাজী, লেদু গাজী, জসিম গাজী, ফারুক গাজীসহ অজ্ঞাতনামা ৭-৮ জন বৃদ্ধ মোঃ শামসুল হককে তার পৈত্রিক জমি ভোগদখল করিতে নিষেধ করে অন্যথায় মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইবে বলে অশ্লিল ভাষায় গালাগাল করে। এমনকি তারা তার জমিতে পানের বরজ করিবে এতে বাঁধা দিলে তাকে খুন করিয়া তার লাশ ভাসিয়ে দিবে বলিয়াও হুমকি দেয়।ঘটনার সময় তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।ভবিষ্যতে তাকে সুযোগমত পাইলে খুন করিবে বলিয়া হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়।
Leave a Reply