খান মেহেদী,বাকেরগঞ্জ প্রতিনিধি।
বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয় ও ভরপাশা ইউনিয়ন ভূমি অফিসে চুরি হয়েছে। সোমবার (১৮অক্টোবর) রাতে চোরেরা উপজেলা ভূমি অফিসের পিছনের জানালার পুরাতন কাঠের ফ্রেম ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে কাগজপত্র, রেকর্ড, দাখিলা বহি ইত্যাদি তছনছ করে ফেলে রাখে।
বাকেরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে চুরির ঘটনাটি সোমবার দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনাটি ঘটে।
মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল সুদিপ্ত সরকার ও বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী ওসি (তদন্ত) বলেন, আমরা কিছু সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply