বাকেরগঞ্জ প্রতিনিধি।
বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকাল ৪টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় মহিলা সংস্থা ও তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা,বিশেষ ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনীন,গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মানিক হোসেন হাওলাদার, যুগ্ম-সম্পদক প্রভাষক বিপ্লব মিত্র,প্রভাষক মোঃ শহিদুল ইসলাম, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, তথ্য আপা মাহাবুবা আক্তার, প্রধান শিক্ষক মোঃ ফরিদুজ্জান খান প্রমুখ।
Leave a Reply