নজরুল ইসলাম খান আলীম।
বাকেরগঞ্জে চরামদ্দী,দূর্গাপাশা ও নিয়ামতির আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটরিয়ামে রবিবার বিকেল ০৩ঃ৩০ মিনিটের সময় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন। প্রার্থীদের মধ্যে নিয়ামতি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান বাদশা নিজামী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেন তালুকদার, সোহরাব হোসেন মৃধা, মাযহারুল ইসলাম মনির মুন্সী, ইসলামী আন্দোলন মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন কবির, দূর্গাপাশা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হানিফ তালুকদার, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম সিরাজুল হক, ইসলামী আন্দোলন মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, চরামদ্দী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাউসেল আলম লাল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দীন খোকন, ইসলামী আন্দোলন মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদ সিকদার সহ বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply