বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ-
বাকেরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন কলসকাঠী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান ভূঁইয়া। বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে তিনি বৃহস্পতিবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কলসকাঠী বাজারের ২য় গলিতে ভূঁইয়া মেডিকেল হল ও মুন্নি এন্টারপ্রাইজ নামের দুটি ব্যবসা প্রতিষ্টান তিনি পরিচালনা করছেন। তুচ্ছ ঘটনার জের ধরে গত ৫ সেপ্টেম্বর মতিউর রহমান গংরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাট করে। ওই ঘটনার জের ধরে পরের দিন ৬ সেপ্টেম্বর মতিউর রহমানরা কলসকাঠী গোডাউন রোডের জাফর প্যাদার দোকানের সামনে বসে তাকে মারধর ও জীবননাশের হুমকি দেয়। মারধর করায় তিনি আহত হয়ে তিন দিন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন ছিলেন। এ দুটি ঘটনায় হামলাকারী মতিউর রহমান গংদের নামে তিনি বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি নং-৪১৭ ও বরিশালের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৩২। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর-লুটপাট ও তার উপর হামলার ঘটনায় মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সুচতুর মতিউর রহমান কাল্পনিক ঘটনা সাজিয়ে ব্যবসায়ী মিজান ভূঁইয়া, তার পুত্র ইয়াছিন ভূঁইয়া, ভাই শিক্ষক হারুন-অর-রশিদ, ভাইপো রবিউল ইসলাম, তার মামলায় মানিত স্বাক্ষী বাসুদেব বৈদ্য, বাবুল সাহাদের নামে বরিশাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৩ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৩৮। উক্ত মিথ্যা মামলা দায়ের ঘটনায় ও তাকে জীবননাশের হুমকি দেয়ায় তিনি প্রশাসনের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেছেন।
Leave a Reply