দানিসুর রহমান লিমন,বাকেরগঞ্জ ঃ-
বাকেরগঞ্জে দুই কৃষকের পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। গরু চুরির আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে ভরপাশার কৃষকগন। শুক্রবার রাতে চোরেরা ভরপাশার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত মফেজ উদ্দিন মাস্টারের ছেলে আবুল বাশার হাওলাদারের গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকা মূল্যের তিনটি এবং ধলু হাওলাদারের পূত্র স্বপন হাওলাদারের দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের দুইটি গরু নিয়ে যায়।
গরুর মালিকরা শনিবার সকালে গোয়াল ঘরে গিয়ে দেখেন গোয়ার ঘরে তাদের গরু নেই। অনেক খোঁজাখুঁজি করেও তারা তাদের গরু খুঁজে পায়নি। এ ঘটনায় গরুর মালিকরা শনিবার দুপুরে বাকেরগঞ্জ থানায় দুইটি সাধারণ ডাইরি করেন।
এ বিষয়ে ৬ নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান হাওলাদার জানান, তিনি লোকমুখে শুনতে পেয়েছেন তার ওয়ার্ড পাঁচটি গরু চুরি হয়েছে।
গরু চুরির ঘটনায় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় সাধারণ ডাইরি করেছেন। তদন্তপূর্বক গরু উদ্ধার এবং গরু চোর চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থ করা হবে। উল্লেখ্য,গত তিন মাসে দুধলমৌ,লক্ষীপাশা ও কৃষ্ণকাঠি গ্রাম থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়েছে।
যে কারনে ভরপাশার ইউনিয়নের গরু চুরির আতংকে রাত জেগে পাহারা দিচ্ছে কৃষকগন। ভরপাশার ইউনিয়নবাসীর প্রত্যেকটি গরু চুরির ঘটনা সঠিক তদন্ত করে সংঘবদ্ধ চোর চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply